পুজোর কটা দিন কাজের সমস্ত ব্যস্ততা ভুলে পরিবার-পরিজনে-বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দে মেতে উঠেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও।

এবছরের পুজোর কেমন ভাবে কাটাবেন সেই প্রস্তুতির কথাই এবিপি লাইভকে জানালেন পরিচালক-অভিনেতা।

এবছরের পুজো সৌরভের কাছে একটু স্পেশাল। কারণ এই বছর নতুন কাজে হাত দিতে চলেছেন তিনি।

আর সেখানে এমন একজন অভিনেতাকে দর্শক পাবেন, যাঁকে আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি।

তবে অভিনেতার পরিচয় এখনই খোলসা করলেন না সৌরভ। ছবির শ্য়ুটিং চতুর্থীতে শেষ হবে বলে জানান অভিনেতা।

তারপর মা'কে নিয়ে কলকাতার বাইরে ছুটি কাটাতে যাবেন 'রাজনীতি'-র পরিচালক।

পাশাপাশি সারাবছর ধরে টুকটাক কেনাটাকা করলেও পুজোর শপিং তাঁর কাছে অনেকটাই স্পেশাল বলে জানালেন অভিনেতা।

নিজের জন্য় অল্পস্বল্প কেনাকাটা করলেও মায়ের সঙ্গে তাঁর শপিং-এ যাওয়া এখনও বাকি।

পুজোয় তিনি কলকাতায় থাকলে বন্ধু বান্ধবদের সঙ্গেই সময় কাটে।