ঘন আইল্যাশ আপনার পছন্দ ? মাসকারা ছাড়াই চান সেই চমক ?



অনেক প্রাকৃতিক উপায় রয়েছে যাতে করে ঘন আইল্যাশ পেতে পারেন।



কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল নিন এবং নারকেল তেলের সাথে মিশিয়ে নিন।



একটি তুলোর ডগা বা ইয়ার বাড বা ধোয়া মাস্কারা লাগানোর তুলির সাহায্যে লাগান।



নারকেল তেলে আইল্যাশ উজ্জ্বল হয়। চোখের চারপাশেও ম্যাসাজ করতে পারেন।



এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলও ব্যবহার করে দেখতে পারেন আইল্যাশে।



গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, এটিও আই ল্যাশের সৌন্দর্য বৃদ্ধির সহায়ক।



আঁখি পল্লবে অ্যালোভেরা জেল লাগান এবং পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন।