Image Source: pixabay.com

অনেকেই মশা তাড়ানোর জন্য নানা স্প্রে কিংবা অনেক কেমিক্যালজাত দ্রব্য ব্যবহার করে থাকেন

Image Source: pixabay.com

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সমস্ত কেমিক্যাল দেওয়া জিনিস ব্যবহারের ফলে মশা হয়তো দূর হচ্ছে কিংবা অনেক সময় হচ্ছে না

Image Source: pixabay.com

কিন্তু এগুলো শরীরের মারাত্মক ক্ষতি করছে। তাঁদের মতে, শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই স্বাস্থ্যের নানা সমস্যায় পড়তে পারেন এর ফলে

Image Source: pixabay.com

কেমিক্যাল ব্যবহারের পরিবর্তে বেছে নিন ঘরোয়া টোটকা। স্বাভাবিক বা প্রাকৃতিক উপায় ব্যবহার করেই মশার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব

Image Source: pixabay.com

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গ্রামের দিকের বহু মানুষকেই শীতকালে ঠান্ডা লাগার কারণে বুকে কর্পূর ঘষতে দেখা যায়

Image Source: pixabay.com

এই কর্পূরের ফলে বুকে জমে থাকা সর্দিও বেরিয়ে যায় এবং সঠিকভাবে শ্বাস-প্রশ্বাস তাঁরা নিতে পারেন বলে চল রয়েছে

Image Source: pixabay.com

তাঁদের মতে, এই একই পদ্ধতিতে তাঁরা মশাও তাড়ান। কর্পূরের চড়া গন্ধে মশা দূর হয়

Image Source: pixabay.com

কয়েক কোয়া রসুন নিয়ে তা জলে ভালো করে ফুটিয়ে নিন। এবার সেই জল একটি স্প্রে বোতলে ভরে ঘরের নানা জায়গায় স্প্রে করে দিন

একটি স্প্রে বোতলে ল্যাভেন্ডার তেল ভরে তা ঘরের নানা জায়গায় স্প্রে করে দিন

Image Source: pixabay.com

বাড়িতে পুদিনা পাতার গাছ থাকলে মশার উপদ্রব থাকে না। প্রয়োজনে পুদিনা পাতার তেল একইভাবে স্প্রে করতে পারেন ঘরে