ছোট পর্দা দিয়ে বি টাউনে কেরিয়ার শুরু করলেও ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলছেন শেহনাজ গিল বিতর্কিত এবং টেলিভিশনের সবথেকে জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এ প্রতিযোগী হিসেবে এসেছিলেন শেহনাজ সেখানে তাঁর পারফরম্যান্স সিদ্ধার্থ শুক্লর সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন তাঁকে দর্শকদের কাছে আরও জনপ্রিয় করে তোলে এবার র্যাম্পেও (Ramp Walk) আত্মপ্রকাশ করলেন তিনি, আর তাঁকে দেখে সিদ্ধার্থ শুক্লর জন্য চোখের জল ফেললেন নেট নাগরিকরা সদ্যই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে র্যাম্পওয়াকের কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করেছেন শেহনাজ গিল প্রথমবার তিনি র্যাম্পে হাঁটলেন ডিজাইনার সামান্ত চৌহানের পোশাকে, শেহনাজ সেজেছিলেন রাজপুত ঘরানার বধূর সাজে লাল রঙের ব্রাইডাল লেহেঙ্গে এবং তার সঙ্গে মানানসই গয়না, পোশাক এবং সাজে যেন আক্ষরিক অর্থে নববধূ হয়ে উঠেছিলেন আর শেহনাজের এই সাজ দেখেই প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লকে মনে করল নেট দুনিয়া শেহনাজের এই ছবি প্রকাশ্যে আসতেই নেটনাগরিকদের মধ্যে তাঁর বিয়ের জল্পনাও উঠেছে পাশাপাশি, নেটিজেনরা মন্তব্য করেছেন, আজ অভিনেতা জীবিত থাকলে তাঁর সঙ্গে এমনই লাল পোশাকে সেজে বিয়ের পিঁড়িতে বসতেন শেহনাজ