Image Source: pixabay.com

বর্ষাকাল পড়তে না পড়তেই টাইফয়েডের আশঙ্কা বাড়াচ্ছে, এই সময়ই সবথেকে বেশি মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়ে থাকেন

Image Source: pixabay.com

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্ষাকালে মশার উপদ্রব সবথেকে বেশি হয়, আর তা থেকেই ছড়ায় নানা অসুখ

Image Source: pixabay.com

সঠিক সময়ে চিকিৎসা শুরু না হলে টাইফয়েড প্রাণঘাতীও হতে পারে, ছোট থেকে বড়, সকলের ক্ষেত্রেই চিন্তার কারণ এই অসুখ

Image Source: pixabay.com

টাইফয়েডে আক্রান্ত হয়েছেন কিনা বুঝবেন কীভাবে? জেনে নেওয়া যাক এই অসুখের লক্ষণগুলি

Image Source: pixabay.com

থাকে মাথা ঘোরা, বমিভাব। তার সঙ্গে শুকনো কাশি, গলায় ব্যথার মতো লক্ষণও দেখা দেয়

Image Source: pixabay.com

টাইফয়েডের ক্ষেত্রে প্রবল জ্বরের উপসর্গ দেখা দেয়, এছাড়াও মাথার যন্ত্রণা, পেটে ব্যথা, ডায়রিয়ার লক্ষণও দেখা দেয়

Image Source: pixabay.com

জ্বরের সঙ্গে শরীরে দুর্বলভাব দেখা দেয়, পেশিতে যন্ত্রণার সমস্যাও দেখা দেয়

Image Source: pixabay.com

অনেকের ক্ষেত্রে টাইফয়েড হলে চুলকানির সমস্যাও দেখা দিতে পারে, পাকস্থলীর যন্ত্রণা এর বড় লক্ষণ

Image Source: pixabay.com

বিশেষজ্ঞদের মতে, টাইফয়েডে আক্রান্ত হওয়ার কোনও লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন

Image Source: pixabay.com

কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ, প্রয়োজনে বিশেষজ্ঞ কিংবা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন