রোমহর্ষক হত্য়া রহস্য়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে 'নিয়ত' ছবির গল্প। আজ প্রকাশ্য়ে এল ছবির ট্রেলার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী বিদ্য়া বালান। ছবিতে তাঁর চরিত্রের নাম মীরা রাও। এছাড়াও রয়েছেন, রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, শাহানা গোস্বামী, অমৃতা পুরির মত অভিনেতারা। প্রসঙ্গত অনু মেনন পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ৭ জুলাই। একটি হত্য়া রহস্য়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ছবির গল্প। এমন চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। ইতিমধ্য়েই ছবির ট্রেলার পছন্দ করেছে অনুরাগীরা। উল্লেখ্য়, এর আগে বিদ্য়া বালানকে (Vidya Balan) দেখা গেছিল 'শেরনী' ছবিতে।