ফল মাত্রেই তা স্বাস্থ্যর জন্য উপকারী শরীর সুস্থ রাখতে ফল খুবই কার্যকর তবে কিছু কিছু ক্ষেত্রে ফল মারাত্মকও হতে পারে শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে কিছু ফল কোন কোন ফল একসঙ্গে খাচ্ছেন তা দেখে নিন শরীরেও গুরুতর প্রভাব পড়তে পারে জেনে নিন সেই ফলগুলি সম্পর্কে কমলা ও গাজর দুটোই খুবই উপকারী তবে একসঙ্গে খাওয়া উচিত নয় একেবারেই দুধ ও কমলা একসঙ্গে কখনই নয় এটি হজমের সমস্যা সৃষ্টি করে পেয়ারা ও কলাও একসঙ্গে খাবেন না নয়তো মারাত্মক গ্যাসের সমস্যায় পড়তে পারেন