২০ মার্চ। এই দিনেই পালিত হয় বিশ্ব চড়ুই দিবস। পুরনো দিনের বাড়িগুলিতে ঘুলঘুলি থাকত। সেখানেই থাকত নাগরিকজীবনের অত্যন্ত চেনা পাখি চড়ুই। কিন্তু, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই পাখি। ঘুলঘুলি হারিয়ে গিয়েছে। হারিয়ে গিয়েছে চড়ুইয়ের বাসাও। শব্দ-জল-হাওয়ায় বাড়ছে দূষণ। তার ধাক্কায় ভুগছে প্রাণীটি। খাবারের জোগানে টান পড়েছে, ধাক্কা খেয়েছে চড়ুইয়ের বংশবিস্তারও। ৫০ দশকের শেষে চিনে ফসল বাঁচাতে নিধন করা হয়েছিল লক্ষ লক্ষ চড়ুই। তারপরেই প্রবল দুর্ভিক্ষের কবলে পড়ে দেশটি। এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় চড়ুই পরিবেশের জন্য কতটা প্রয়োজন। এই সঙ্কটে চড়ুই নিয়ে সচেতন করতেই পালিত হয় বিশেষ এই দিনটি। ২০১০ সালে প্রথমবার পালিত হয় বিশ্ব চড়ুই দিবস। উদযাপনে সঙ্গী একাধিক আন্তর্জাতিক সংগঠন। চড়ুই বাঁচাতে সচেতনতা প্রচার চলে। পাখিটিকে বাঁচিয়ে রাখার বার্তাও দেওয়া হয় দিনটিতে।