৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এ'নন ফিচার ফিল্ম' বিভাগে বিশেষ উল্লেখ পেয়েছে পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের ছবি 'এক দুয়া'। আর পরিচালকের এই সাফল্য়ই কেট কেকে উদযাপন করল দেব ও রুক্মিণী। দেবের বাড়িতেই আয়োজিত হয়েছিল এই জমজমাট পার্টি। ইতিমধ্যেই রাম কমল মুখোপাধ্যায়ের শেষ করে ফেলেছেন তাঁর আগামী ছবি 'বিনোদিনী'-র শ্যুটিং। এই ছবিতে 'বিনোদিনী'-র ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। উল্লেখ্য়, এষা দেওল অভিনীত স্বল্প দৈর্ঘ্যের ছবি 'এক দুয়া' মুক্তি পায় ২০২১ সালে। প্রসঙ্গত, 'বিনোদিনী' নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছে। এরপরে, রুক্মিণীকে দ্রৌপদীর মতো চ্যালেঞ্জিং চরিত্রে দেখার জন্যও মুখিয়ে রয়েছেন দর্শকেরা। রামকমল-রুক্মিণীর জুটি থেকে দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে এখন অপেক্ষা সেটাই দেখার।