যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার প্রযোজিত ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন ওমপ্রকাশ সাহানি।



স্টার জলসার পর্দায় সোমবার থেকে আসতে চলেছে নতুন ধারাবাহিক 'লাভ-বিয়ে-আজকাল'



এই গল্পের এক বিয়ের ঘটনার কথা তুলে ধরা হবে, যা চুক্তিভিত্তিক। ধারাবাহিকের নায়ক-নায়িকার মধ্যে বিয়ে হবে ঠিকই, কিন্তু প্রেম কি হবে?



কার্যত দুই গোলার্ধের দুই মানুষের কী আদৌ একসঙ্গে থাকা সম্ভব? সেই উত্তর খুঁজবে এই ধারাবাহিকের গল্প।



এই ধারাবাহিকে ওমের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে মৌমিতা সরকারকে। ছোটপর্দায় এই প্রথম জুটি বাঁধছেন এই দুই অভিনেতা অভিনেত্রী



এই ধারাবাহিকে ওমের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে মৌমিতা সরকারকে। ছোটপর্দায় এই প্রথম জুটি বাঁধছেন এই দুই অভিনেতা অভিনেত্রী



মৌমিতাকে দেখা যাবে বারের নতুন গায়িকার চরিত্রে। তাঁর চরিত্রের নাম শ্রাবণ। তাঁর গান শুনে মুগ্ধ হয়ে বেশি টাকা দিয়ে গান গাওয়ার অফার দেয় ওম



আপাতত 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকটার প্রযোজনা করছেন যিশু ও নীলাঞ্জনা। এর আগে 'ঝুমুর'-এর মতো সফর ধারাবাহিক পরিচালনা করেছেন তাঁরা।



ওমের এই কামব্যাক কতটা সাফল্য পায়, সেই উত্তর দেবে সময়। ২৮ অগাস্ট থেকে, রাত সাড়ে ৮টা থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক