আপাতত সামান্য বিরতি নিয়েছেন ছবির কাজ থেকে। তবে গ্ল্যামার দুনিয়া থেকে কখনোই সরে থাকেননি এনা সাহা।



সম্প্রতি একটি ফ্যাশন শো-এ হেঁটেছিলেন এনা সাহা। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হলেন তিনি



ব্যাঙ্গালোর ফ্যাশন উইকের ব়্যাম্পে হেঁটেছেন এনা, তাঁর পরণে ছিল বেগুনি ও লালের কম্পিনেশনে একটি পশ্চিমি পোশাক



সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করতেই নায়িকার দিয়ে ধেয়ে এল কটাক্ষের ঝড়। উঠল বডিশেমিংয়ের বিষয়ও!



অনেকে নায়িকা এনা সাহার উদ্দেশে লিখেছেন, 'এ তো ব়্যাম্প ওয়াকটাই পারে না'। অনেকে আবার লিখেছেন, 'শরীরের যত্ন নাও।'



তবে এই সমস্ত কটাক্ষের কোনও জবাব দেননি এনা। তিনি ব্যস্ত নিজের শর্তে জীবনটা কাটাতে।



এনার প্রযোজিত আগামী ছবি 'মাষ্টারমশাই আপনি কিছু দেখেননি'-র শ্যুটিং শেষ হয়েও পড়ে রয়েছে মুক্তির অপেক্ষায়



এনারএর আগের ছবি চিনে বাদাম ছাপ ফেলতে পারেনি বক্সঅফিসে