নতুন কমপ্যাক্ট এসইউভির সঙ্গে ফিরে আসছে পুরোনো নাম। এবার তাদের 'গ্র্যান্ড ভিটারা' ব্যাজকে ব্যবহার করতে চলেছে মারুতি।

অনেক বছর আগে এই 'গ্র্যান্ড ভিটারা' নামে এসইউভি বাজারে এনেছিল কোম্পানি। এবার Nexa শোরুমে দেখা যাবে মারুতির এই নতুন কমপ্যাক্ট এসইউভি।

মজার বিষয় হল, ব্রেজা তার নতুন প্রজন্মের মডেলের সঙ্গে সম্প্রতি 'ভিটারা' ব্যাজ বাদ দিয়েছে। শোনা যাচ্ছে, নতুন এসইউভির জন্যই এটি সংরক্ষিত ছিল।

অটো সাইটগুলির খবর সত্যি হলে, 'গ্র্যান্ড ভিটারা' ফ্ল্যাগশিপ প্রোডাক্ট মারুতি এস-ক্রসের পরিবর্তে বাজারে আনা হচ্ছে।

যা ১১,০০০ টাকায় বুক করতে পারবেন ক্রেতা। এই মাসের ২০ তারিখের মধ্যে এর বিশ্বব্যাপী লঞ্চ হওয়ার কথা এই গাড়ির।

প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড সিটস, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা, হেডস আপ ডিসপ্লে ছাড়াও আরও অনেক প্রিমিয়াম বৈশিষ্ট্য রয়েছে গাড়িতে।

এই গাড়িতে একটি সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে দেওয়া হবে। নতুন Baleno ও Brezza-র ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ একটি ৯ ইঞ্চি টাচস্ক্রিন থাকবে গাড়িতে।

Toyota Hyryder-এর সঙ্গে নতুন এই এসইউভি তৈরি করেছে মারুতি। এই গাড়ির চেহারায় উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে।

টয়োটা হাইরাইডারের সঙ্গে তৈরি হওয়ায় এই গাড়ির অনেক কিছুতেই থাকছে একই বৈশিষ্ট্য। তবে শোনা যাচ্ছে , মারুতির সর্বকালের সেরা ফিচার থাকবে ভিটারাতে।