বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে দ্রুত চালু হতে চলেছে একটি নতুন ফিচার।

আপাতত এই নতুন ফিচার নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা। চালু হবে খুব তাড়াতাড়ি।

নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপের স্টেটাস ফেসবুক স্টোরিতে শেয়ার করা যাবে।

এই ফিচারের সুবিধা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে বেরনোরও কোনও দরকার হবে না।

হোয়াটসঅ্যাপের স্টেটাস প্রাইভেসি সেটিংসের মধ্যে ইউজাররা একটি নতুন অপশন খুঁজে পাবেন।

share my status updates across my accounts- নতুন এই ফিচার দেখা যাবে।

এক্ষেত্রে ইউজাররা নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট যুক্ত করে নিতে পারবেন।

এবার এই ফিচার এনাবেল করে দিলেই নিজের স্টেটাস আপডেট ফেসবুক স্টোরিতে শেয়ার করতে পারবেন ইউজাররা।

এছাড়া হোয়াটসঅ্যাপে এমন ফিচার চালু হচ্ছে যে মেসেজ ডিসঅ্যাপিয়ার হওয়া থেকে বাঁচানো যাবে।

Image Source: File Picture

এই ফিচার চালু হলে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ সংগ্রহ করে রাখতে পারবেন ইউজাররা।