অবশেষে হোয়াটসঅ্যাপে চালু হয়েছে নতুন ফিচার 'কম্পানিয়ন মোড'।

অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য উপলব্ধ হয়েছে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার।

এই নতুন ফিচারের সাহায্যে একসঙ্গে চারটি অ্যান্ড্রয়েড ডিভাইসে এবার চালু রাখা যাবে হোয়াটসঅ্যাপ।

অর্থাৎ হোয়াটসঅ্যাপের কম্পানিয়ন মোডের সাহায্যে মাল্টি-ডিভাইস সাপোর্ট পাবেন ইউজাররা।

হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ভার্সান 2.23.8.2- র ক্ষেত্রে চালু হয়েছে এই নতুন ফিচার।

এই নতুন ফিচারের সাহায্যে একটি স্মার্টফোনের পাশাপাশি একাধিক ডিভাইসে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু রাখা যাবে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এখনও ঘোষণা করেনি যে কবে সব ইউজারদের জন্য এই ফিচার চালু করা হবে।

আইওএস ভার্সানে হোয়াটসঅ্যাপের কম্পানিয়ন মোড ফিচার কবে চালু হবে তা এখনও জানা যায়নি।

হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী সংস্থা টেলিগ্রামে ইতিমধ্যেই এই ফিচার রয়েছে।

ইউজাররা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একসঙ্গে চারটি ডিভাইসে চালাতে পারবেন এবং মধ্যে দুটো ডিভাইস স্মার্টফোন হতে পারবে।

Thanks for Reading. UP NEXT

হোয়াটসঅ্যাপের স্টেটাস এবার ফেসবুক স্টোরিতেও!

View next story