হোয়াটসঅ্যাপে রোল আউট শুরু হয়েছে নতুন চ্যাট লক ফিচারের।

সব ইউজাররা এখনও এই ফিচারের সুবিধা বা পরিষেবা পাচ্ছেন না।

নির্দিষ্ট সংখ্যক বিটা ইউজাররা হোয়াটসঅ্যাপ চ্যাট লক ফিচারের সুবিধা পাচ্ছেন বর্তমানে।

আগামী দিনে সমস্ত ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের চ্যাট লক ফিচার চালু হবে।

কোনও চ্যাট লক থাকলে সেখানে আসা ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে আপনাআপনি ডাউনলোডও হবে না।

এখন আর কয়েকটি চ্যাট লুকিয়ে রাখার জন্য তাঁদের পুরো হোয়াটসঅ্যাপ লক করতে হবে না।

বরং নির্দিষ্ট চ্যাট লক করে রাখার ফিচারই যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে।

স্টেপ ১- হোয়াটসঅ্যাপ কনট্যাক্টের প্রোফাইল সেকশনে যেতে হবে।

স্টেপ ২- স্ক্রল করে নীচে গিয়ে চ্যাট লক ফিচারে ট্যাপ করতে হবে।

স্টেপ ৩- এবার 'লক দিস চ্যাট উইথ ফিঙ্গারপ্রিন্ট' অপশন এনাবেল করতে হবে