কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বিপাশা বসু শনিবার থেকে ভর্তি ছিলনে হাসপাতালেই মঙ্গলবার মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন বিপাশা সঙ্গে ছিলেন স্বামী কর্ণ সিংহ গ্রোভার তোয়ালেতে মুড়ে মেয়েকে কোলে নিয়েছিলেন বিপাশা পাশে ছিলেন কর্ণ, ক্যামেরায় পোজও দেন বিপাশা ও কর্ণ মেয়ের নাম রেখেছেন দেবী ছোট্ট দেবীকে 'মায়ের আশীর্বাদ' বলে মানছেন বিপাশা ও কর্ণের ৬ বছরের দাম্পত্য বিয়ে টিকবে না বলে ধরে নিয়েছিলেন অনেকেই তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিব্যি চলছে