সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'আস্ক মি এনিথিং' সেশনের আয়োজন করেছিলেন
ABP Ananda

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'আস্ক মি এনিথিং' সেশনের আয়োজন করেছিলেন বলিউড অভিনেত্রী ফতিমা সানা শেখ

সেখানেই ফতিমা জানান যে, তিনি এপিলেপ্সি
ABP Ananda

সেখানেই ফতিমা জানান যে, তিনি এপিলেপ্সি বা মৃগী রোগে আক্রান্ত

এখনও তাঁর চিকিতসা চলছে। তিনি বলেন,
ABP Ananda

এখনও তাঁর চিকিতসা চলছে। তিনি বলেন, 'আমি যা কিছু তাই এখন করতে পারি।'

'তবে, একটা সময় বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়েছি।

'তবে, একটা সময় বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়েছি। যা আমাকে কিছুটা ধীর গতির করে দিয়েছে'

'তবে, একটা বিষয়ে আমি সৌভাগ্যবান যে, আমি যাঁদের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম, তাঁদের সঙ্গে কাজ করে ফেলেছি'

'আর আমার অসুখ কখনওই আমার প্যাশন আমার কাজের পথে বাধা হয়ে দাঁড়ায়নি'

'নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার সময় কখনও আমি বাধা অনুভব করিনি'

'আরও ভালো করে বললে, এই কঠিন পরিস্থিতিগুলোই আমাকে আরও শক্তিশালী করে তুলেছে।'

'ডাক্তার যে পরামর্শ দেবেন, তাই মেনে চলা দরকার। বর্তমানে আমি অনেকটাই ঠিক আছি।'