পাহাড় না সমুদ্র? ভ্রমণপ্রিয় বাঙালির কাছে অত্যন্ত প্রচলিত একটি প্রশ্ন। জানেন তো সমুদ্রের জায়গায় বেড়াতে যাওয়া মানেই পকেট খালি হওয়া নয়। ভারতেই একাধিক 'সমুদ্র তট' ডেস্টিনেশন আছে যেখানে ঘুরে আসতে খরচ ২০ হাজারের বেশি নয়। তামিলনাড়ুর জনপ্রিয় মহাবলিপুরমে যান। পুরনো মন্দির আর শান্ত সুন্দর সমুদ্রতটে পরিপূর্ণ। তালিকায় রাখতে পারেন আন্দামান নিকোবর দীপপুঞ্জ। প্লেনের খরচ একটু বেশি তবে থাকা-খাওয়ার জন্য সাধ্যের মতো স্থান পাবেন। সমুদ্র প্রধান স্থানে পুদুচেরি থাকবে না, তা কি হয়? ফরাসি উপনিবেশ ও ভারতীয় সংস্কৃতির নিখুঁত মিশেল, সঙ্গে মনোরম সমুদ্রতট। কেরলের ভারকালায় চোখ ধাঁধানো সুন্দর সমুদ্রতট ও প্রাকৃতিক সৌন্দর্য পাবেন। সার্ফিংয়ের সুবিধাও আছে। কর্ণাটকের গোকর্ণায় যেতে পারেন। ভিড়ে ঠাসা গোয়ার খুব ভাল বিকল্প। বাকি স্থানের তুলনায় থাকা-খাওয়ার খরচ কম। অবশ্যই তালিকায় গোয়া ছাড়া অসম্পূর্ণ। বন্ধুদের সঙ্গে হোক বা একা, গোয়ার রাতের জীবন অত্যন্ত বিখ্যাত, সঙ্গে পোর্তুগীজ স্থাপত্য। যে কোনও স্থানেই ঘুরতে যাওয়ার ক্ষেত্রে ভাল করে হিসেব করে ব্যবস্থা করলেই তা অনেকটা সাশ্রয়ের সন্ধান দেয়।