বিভিন্ন দেশে পাইলটদের অবসরের বয়সসীমার তারতম্য থাকে।(ছবি সৌজন্য-পিক্সাবে)

ভারতে ব্যবসায়িক বিমান সংস্থাগুলির জন্য পাইলটের অবসরের সর্বোচ্চ বয়সসীমা হল ৬৫ বছর।(ছবি সৌজন্য-পিক্সাবে)

ভারতীয় বিমানবাহিনীর এয়ার চিফ মার্শালের অবসরের বয়স ৬২ বছর বা পদে উন্নীত হওয়ার তিন বছর। (ছবি সৌজন্য-পিক্সাবে)

এয়ার মার্শালের অবসরের বয়স হল ৬০ বছর।(ছবি সৌজন্য-পিক্সাবে)

এয়ার ভাইস মার্শালের অবসরের বয়সসীমা ৫৮ বছর।(ছবি সৌজন্য-পিক্সাবে)

ফ্লাইং শাখার জন্য এয়ার কমোডরের বয়সসীমা হল ৫৬ বছর এবং অন্যান্য শাখার জন্য ৫৭ বছর।(ছবি সৌজন্য-পিক্সাবে)

ফ্লাইং শাখার জন্য গ্রুপ ক্যাপ্টেনের বয়স সীমা হল ৫৪ বছর ও অন্য শাখার জন্য ৫৭ বছর।(ছবি সৌজন্য-পিক্সাবে)

ফ্লাইং ব্রাঞ্চের জন্য উইং কমান্ডারের অবসরের বয়সসীমা হল ৫২ বছর ও আবহাওয়া, শিক্ষা ও গ্রাউন্ড ডিউটির জন্য ৫৪ বছর। আর আবহাওয়া ও শিক্ষা শাখার জন্য ৬৭ বছর।(ছবি সৌজন্য-পিক্সাবে)

অন্যদিকে শাখা কমিশনড অফিসারকে অবসর নিতে হয় ৫৭ বছর বয়সে। (ছবি সৌজন্য-পিক্সাবে)