পৃথিবীতে প্রায় সব কিছুই অর্থবহ, কিছু না কিছু ইতিহাস আছে একই ভাবে রং শুধু রং নয়, প্রত্যেক রংয়ের আলাদা অর্থ রয়েছে লাল রং জীবন, সুস্বাস্থ্য, সাহসিকতা, যুদ্ধ, সাহসিকতা, ভালবাসা এমনকি ধর্মবিশ্বাসেরও প্রতীক সাদা রং-কে পবিত্রতা এবং উৎকর্ষের প্রতীক হিসেবে ধরা হয় মৃত্যুকে ভয় পেতেন প্রাচীন মানুষ, কালো রং ভয়, মৃত্যু, শোক, রহস্যের প্রতীক আভিজাত্য, সাম্রাজ্যবাদের প্রতীক বেগুনি, অতীতে একমাত্র রাজ পরিবারই বেগুনি পোশাক পরত নীল রংকে সত্যের প্রতীক ধরা হয়, মনোকষ্ট, দুঃখ বোঝাতেও ব্যবহৃত হয় নীল সবুজ প্রকৃতির প্রতীক, অনন্ত জীবন, শাশ্বত জ্ঞানেরও আনন্দ, উষ্ণতার প্রতীক হলুদ, সূর্য-স্বরূপ সৃষ্টিরও প্রতীক শক্তি, উৎসাহ, উদ্দীপনা এবং সৃজনশীলতার প্রতীক কমলা রং