রক্তের সম্পর্ক না থাকলেও,
ABP Ananda

রক্তের সম্পর্ক না থাকলেও,
অভিভাবক মনে করতেন সকলেই


রতন টাটা চলে গেলেও,
ABP Ananda

রতন টাটা চলে গেলেও,
পথ দেখাবে তাঁর জীবনদর্শন


লোহাকে কেউ ধ্বংস করতে পারে না,
ABP Ananda

লোহাকে কেউ ধ্বংস করতে পারে না,
মরচে ধরে নষ্ট হয়ে যায়


বাইরের কেউ নন,
ABP Ananda

বাইরের কেউ নন,
মানসিকতাই ধ্বংস করে মানুষকে


ABP Ananda

ক্ষমতা এবং সম্পত্তি,
জীবনের প্রধান স্তম্ভ নয়


ABP Ananda

ঝুঁকি না নেওয়াই
জীবনের সবচেয়ে বড় ঝুঁকি


ABP Ananda

নিজের চেয়ে বেশি বুদ্ধিমানদের
চারপাশে রাখাই বুদ্ধিমত্তার পরিচয়


ABP Ananda

দয়া, সহানুভূতি এবং অনুকম্পার শক্তিকে
কখনও খাটো করবেন না


ABP Ananda

নেতৃত্বদানের অর্থ হল দায়িত্ব স্বীকার করা,
অজুহাত খাড়া করা নয়


সুযোগ আসার অপেক্ষা না করে
নিজে সুযোগ তৈরি করুন


দ্রুত হাঁটতে চাইলে একা হাঁটুন,
অনেকটা পথ পেরোন একসঙ্গে


কাজ ও জীবনকে পরস্পরের
পরিপূরক করে তুলুন