আজ জন্মদিন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচার জেনে নেওয়া যাক অজানা কিছু তথ্য 'পেয়ার কা পঞ্চনামা', 'ড্রিম গার্ল', 'সোনু কি টিটু কি সুইটি' এবং আরও নানা ছবিতে অভিনয় করেছেন অনেকের ধারণা 'পেয়ার কা পঞ্চনামা' ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ হয় নুসরত ভারুচার এর আগে 'জয় মা সন্তোষী' ছবিতে অভিনয় করেন, সেটিই তাঁর বলিউডে প্রথম ছবি নুসরত ভারুচার অভিনয় জীবন শুরু হয় ছোট পর্দা দিয়ে 'স্লামডগ মিলেনিয়ার' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল নুসরত ভারুচার কিন্তু কোনও কারণবশত এই ছবিতে তাঁর কাজ করা হয়নি শোনা যায়, বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে ছিলেন নুসরত ভারুচা এক সাক্ষাৎকারে স্বপ্নের প্রোজেক্টের কথা জানিয়েছিলেন, মধুবালার বায়োপিকে অভিনয় করতে চান বলে জানান জ্যোতিষীর পরামর্শমতোই নিজের নামের বানান জটিল করে লেখেন নুসরত ভারুচা