১৯৯৯, ২০০৩ ও ২০০৭ তিন বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন রাহুল দ্রাবিড়



তাঁর দখলে বিশ্বকাপের মঞ্চে ৮৬০ রান করার কৃতিত্ব রয়েছে



আসন্ন বিশ্বকাপেই চতুর্থ ভারতীয় হিসাবে হাজার রানের গণ্ডি পার করতে পারেন রোহিত শর্মা



দুই বিশ্বকাপ খেলেই রোহিত ৯৭৮ রান করে ফেলেছেন



তালিকায় তৃতীয় স্থানেও আরেক প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়



বিশ্বকাপে মহারাজের মোট সংগ্রহ ১০০৬ রান



মতান্তরে বর্তমান বিশ্বের সর্বসেরা ব্যাটার বিরাট কোহলি



তিনি ২৬টি ম্যাচে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১০৩০ রান করেছেন



১৯৯২ থেকে ২০১১, মোট ছয়টি ওয়ান ডে বিশ্বকাপ খেলেছেন সচিন



তিনিই বিশ্বকাপের মঞ্চে ভারতের হয়ে সর্বাধিক ২২৭৮ রান করেছেন