দুই বিশ্বকাপে ১৯ ম্যাচ খেলে মোট ৩৯টি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট



দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির ২২টি বিশ্বকাপ ম্যাচে ২১.১৭ গড়ে ৪০টি উইকেট নিয়েছেন



ভারতের সর্বকালের সেরা ফাস্ট বোলারদের অন্যতম জাভাগাল শ্রীনাথ বিশ্বকাপে ৪০টি উইকেট নিয়েছেন



২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক জাহির খানের ঝুলিতে ৪৪টি বিশ্বকাপ উইকেট রয়েছে



১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কান বোলার চামিন্ডা ভাস বিশ্বকাপে ২১.২২ গড়ে ৪৯টি উইকেট নিয়েছেন



দুইবার বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়া মিচেল স্টার্ক বিশ্বকাপের মঞ্চে মাত্র ১৮টি ম্যাচে ৪৯টি উইকেট নিয়েছেন



সুইংয়ের 'সুলতান' ওয়াসিম আক্রম ৩৮টি বিশ্বকাপের ম্যাচে ৫৫টি উইকেট নিয়েছেন



দুইবার বিশ্বকাপের রানার্স আপ লাসিথ মালিঙ্গা ২২.৮৭ গড়ে ৫৬টি উইকেট নিয়েছেন



মুথাইয়া মুরলীধরন বিশ্বকাপে ১৯.৬৮ গড়ে ৪০টি ম্যাচে ৬৮টি উইকেট নিয়েছেন



অজ়ি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা বিশ্বকাপে সর্বাধিক ৭১টি উইকেট নিয়েছেন