গরমে জেরবার সকলেই। মুহূর্মুহু ঘামে ভিজছে জামা।



গা থেকে মাথা সবখানেই ঘামে জবজবে।



কমবেশি গরমে আমরা সকলেই ঘামি।



ঘামের জন্য অস্বস্তিও হয় শরীরে।



কিন্তু জানেন, আমাদের একটা অঙ্গ ঘামে না কখনও ?



শরীরের সব জায়গায় ঘাম হলেও এখানে ঘাম হয় না।



হাত, পা, পেট, পিঠ সর্বত্র ঘাম হয়, কিন্তু এটা বাদ।



আর সেই আশ্চর্য জায়গা হল মানুষের ঠোঁট।



খেয়াল করে দেখা যায়, ঠোঁটে কোনও ঘর্মগ্রন্থি নেই।



আর সেই জন্য ঠোঁট খুব দ্রুত শুকিয়েও যায়।
তথ্যঋণ- এবিপি নিউজ