কখনো কি মনে প্রশ্ন জেগেছে, পৃথিবীর শেষ রাস্তা কোনটি? সত্যিই কি পৃথিবীতে শেষ রাস্তা আছে?

কোথায় রয়েছে এই রাস্তা? ইউরোপের ‘ই-৬৯ হাইওয়ে’ হল বিশেষ এই রাস্তাটি

নরওয়েতে এর অবস্থান শেষ এই রাস্তাটি কোথায় গিয়ে মিশেছে? আকাশে না সমুদ্রে?

উত্তর গোলার্ধে অর্থাৎ নিরক্ষরেখার ঠিক উপরের দিকে পৃথিবীর এই শেষ রাস্তাটি অবস্থিত কারণও ব্যাখ্যা করেছেন বিভিন্ন ভূ-বিজ্ঞানীরা

পাঁচটি ট্যানেল পার হয়ে অতিক্রম করতে হয় এই রাস্তা সবথেকে লম্বা যে ট্যানেলটি রয়েছে তার নাম ‘নর্থ কেপ’

‘নর্থ কেপ’ ট্যানেলটি গিয়ে পৌঁছয় সমুদ্রতলের ২১২ মিটার নিচে সেখানেই রাস্তার শেষ

এই রাস্তাকে পৃথিবীর শেষ রাস্তা আখ্যা দেওয়া হয় তবে পৃথিবীতে এমন ধরনের অনেক রাস্তাই রয়েছে বলে মনে করেন ভূ-বিজ্ঞানীরা