ঘুরতে যাওয়ার উত্তেজনায় অনেক সময়ই প্রয়োজনীয় বিষয়গুলো ভুলে যান অনেকে ফলে গন্তব্যে পৌঁছে দেখলেন, সঙ্গে নেননি অনেক গুরুত্বপূর্ণ জিনিসই। তখন আরও এক বিপত্তি। তাই ঘুরতে যাওয়ার আগে অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখুন প্রয়োজনীয় ডকুমেন্ট নিতে ভুলবেন না। আইডি কার্ড, পাসপোর্ট অবশ্যেই ভাল করে একটা আলাদা জায়গায় নিন বাড়তি একটা ছোট তালা ও চাবি সঙ্গে রাখুন। এর ফলে ,ট্রেনে আপনার পরিচিত কেউ সঙ্গে না থাকলেও ব্যাগ আটকে আপনি অন্যত্র যেতে পারবেন। ইমার্জেন্সি নম্বরগুলো ফোনে একজায়গায় করে রাখুন। বা একটা নোটবুকে সেগুলো লিখে রাখুন। অতিরিক্ত ক্যাশ সঙ্গে নেবেন না। নিলেও এক জায়গায় সেগুলো রাখবেন না। আলাদা আলাদা জায়গায় রাখুন দামী গহনা নিয়ে যাবেন না। চুরি যাওয়ার বা হারিয়ে যওয়ার আশঙ্কা থাকে চেকলিস্ট বানিয়ে নিন। সেটা মিলিয়ে ব্যাগ গোছান। ভাল ব্যাগ সঙ্গে রাখুন