সাফল্য পেতে হলে এই ৪ বিষয় গোপন রাখতে হবে, প্রেমানন্দ মহারাজের উপদেশ

Published by: ABP Ananda

একজন ব্যক্তির উচিত তাঁর কিছু বিষয় গোপন রাখা, উপদেশ দিচ্ছেন প্রেমানন্দ মহারাজ।
তাঁর মতে, সবকিছু প্রকাশ করলে তারই ক্ষতি হতে পারে।


সবকিছু প্রকাশ করলে আপনার মানসিকই নয়, বরং আর্থিক ক্ষতিও ভোগ করতে হতে পারে।



প্রেমানন্দ মহারাজ বলেন, একজন ব্যক্তি যদি তাঁর সম্পদ, সম্পত্তি ও অন্যান্য বস্তুগত আনন্দ সর্বসমক্ষে প্রকাশ করে, সে তাঁর মানসিক সুখ হারিয়ে ফেলে।



তাঁর মতে, এই ধরনের লোকেদের কাছে টাকা থাকে, কিন্তু মানসিক শান্তি থাকে না।



তিনি বলেন ঈশ্বরের জন্য জপ, ধ্যান, তপস্যার প্রচার বেশি করলে তাঁর ফল হবে না।



আধ্যাত্মিক শক্তি পেতে হলে গোপনেই এই তপস্যা করতে হবে।



তোমার ঘনিষ্ঠ বন্ধুকে হৃদয়ে রাখো, তাঁকে বলা সমস্ত কথা ও অনুভব কখনও প্রকাশ কোরো না কারোর কাছে।



নিজের খাওয়া-দাওয়ার ব্যাপারে বেশি কথা বলা উচিত নয়, এটিকে ব্যক্তিগত রাখা দরকার।



অধিক বললে প্রেমানন্দ মহারাজের মতে অন্যদের মধ্যে তা ঈর্ষার জন্ম দেবে।