প্রেমানন্দ মহারাজ তাঁর কথা-প্রবচনের মাধ্যমে লোকেদের পথ দেখান।



তিনি এমন ৬টি জিনিসের কথা বলেছেন যা মানুষকে কাঙাল করে দেয়।



যে সকল বিকার বা কু-অভ্যাসের নাম নিয়েছেন প্রেমানন্দজী, তার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য রয়েছে।



কামের অর্থ হলো অস্বস্তিকর ইচ্ছার উপস্থিতি।



ক্রোধ মানে তাড়াতাড়ি রেগে যাওয়া। এই রাগ মানুষের পতনের অন্যতম কারণও বটে।



লোভের অর্থ প্রয়োজনের চেয়ে বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। এই অতিরিক্ত আকাঙ্ক্ষা বা উচ্চাশা মানুষকে পতনের দিকে টানে।



মায়া মানে কারও প্রতি এত বেশি আকৃষ্ট হওয়া যে আলাদা হওয়ার কথা ভাবা যায় না।



'মদ'- এর অর্থ অহংকার। চরম অহংকারে মানুষ বাস্তববোধ হারিয়ে ফেলেন।



মাৎসর্যের অর্থ হল ঈর্ষা করা। প্রেমানন্দজীর মতে কাউকে ঈর্ষা করে কখনও বড় হওয়া যায় না।