আজ জন্মদিন টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের, জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ ঐন্দ্রিলা সেন, অভিনয় করেছেন একাধিক ধারাবাহিকে ঐন্দ্রিলা সেন বিশেষভাবে জনপ্রিয়তা পান 'ফাগুন বউ' ধারাবাহিক দিয়ে 'ফাগুন বউ' ছাড়াও ঐন্দ্রিলার ছোট পর্দার উল্লেখযোগ্য অভিনয় দেখা যায় 'সাত পাকে বাঁধা' ধারাবাহিকে ছোট পর্দাতেই নিজেকে গণ্ডীবদ্ধ করে রাখেননি ঐন্দ্রিলা সেন, কাজ করছেন বড় পর্দাতেও বড় পর্দার অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে 'ম্যাজিক' ছবিতে দেখা যায় তাঁদের জুটি বেঁধে অঙ্কুশ হাজরার সঙ্গে ঐন্দ্রিলা সেনের সম্পর্কের কথা অজানা নয় অনুরাগীদের সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় থাকেন, অঙ্কুশের সঙ্গে সময় কাটানো কিংবা নিজের নানা ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেন ইনস্টাগ্রাম হ্যান্ডলে ঐন্দ্রিলা সেনের অভিনয় শুরু হয়েছিল শিশুশিল্পী হিসেবে, জিৎ ও কোয়েল অভিনীত 'বন্ধন' ছবিতে শিশুশিল্পী হিসেবে দেখা যায় তাঁকে সামনেই মুক্তি পাবে তাঁর ছবি 'লভ ম্যারেজ', টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে জন্মদিনের শুভেচ্ছা