তাই ব্যায়ামের পর ঠান্ডা জল পান সেবন, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

শরীরচর্চার পরে দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়

এতে পেশির ব্যথা দূর হতে পারে।

শরীরচর্চার পর বরফ ঠান্ডা জলে স্নান করা উপকারী

এই সমস্যা দূর করতে ঠান্ডা জলের সঙ্গে বরফ মিশিয়ে পান করা যায়।

ডিহাইড্রেশনের সমস্যায় ভোগেন অনেকেই

বরফ ঠান্ডা হোক, সাধারণ ঘরের তাপমাত্রায় থাকা জলের সঙ্গে বরফ যোগ করলে সারাদিনের কাজের জন্য এনার্জি মেলে।

এনার্জি জোগাতে পারে ঠান্ডা জল

রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে ঠান্ডা জল।

সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে কার্যকরী

বরফ জল আপনার শরীরের মধ্যে বিষাক্ত পদার্থ অপসারণ করতে সাহায্য করে।

ডিটক্সে কার্যকরী

এতে শরীর ডিটক্স হতে পারে।

দিন অন্তত ৪ গ্লাস ঠান্ডা জল পান করা যায় গরমকালে

ঠান্ডা জল হজমে গুরুতর প্রভাব ফেলে।

এর পাশাপাশি কিছু অপকারিতাও আছে

ঠান্ডা জল পান করার ফলে খাদ্য শক্ত হয়ে যায়।

ঠান্ডা জল পান করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে

ঠান্ডা জল পান করার একটি ক্ষতিকারক দিক হল, হার্ট রেট কমে যাওয়া।

হার্ট রেট কমে যেতে পারে

Thanks for Reading. UP NEXT

অজানা আইফেল

View next story