প্যারিস অলিম্পিক্সে নজির গড়েছেন মনু ভাকের


মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেছেন



সর্বজ্যোৎ সিংহকে নিয়ে শ্যুটিংয়ে মিক্সড ইভেন্টেও জিতেছেন ব্রোঞ্জ



ভারতের একমাত্র অ্যাথলিট হিসাবে একই অলিম্পিক্সে দু-দুটি পদক জিতেছেন মনু



তবে ভারতের হয়ে জোড়া অলিম্পিক্স পদক মনু একা জেতেননি



মনু ছাড়াও এমন দুজন ভারতীয় অ্যাথলিট আছেন, যাঁদের ঝুলিতে শোভা পাচ্ছে জোড়া অলিম্পিক্স পদক



এই নজির প্রথম গড়েছিলেন কুস্তিগীর সুশীল কুমার, যিনি আপাতত সংশোধনাগারে



২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জ ও চার বছর পর লন্ডন গেমসে রুপো জেতেন সুশীল



জোড়া অলিম্পিক্স পদক রয়েছে পি ভি সিন্ধুরও



২০১৬ সালে রিও অলিম্পিক্সে রুপো জেতার পর ভারতীয় শাটলার টোকিওতে ব্রোঞ্জ জিতেছিলেন