পাঁচ পদক জিতলেও, ন্যূনতম ব্য়বধানে প্যারিসে একাধিক পদক ভারতের হাতছাড়া হয়েছে সেমিফাইনাল ম্যাচে দুই দুইবার ভাল জায়গায় পৌঁছে গিয়েও ম্যাচ হাতছাড়া করেন লক্ষ্য সেন এমনকী ব্রোঞ্জ পদকের ম্যাচে প্রথম সেট জিতেও ম্যাচ হারেন তিনি ১০ মিটার এয়ার রাইফেলে অর্জুন বাবুতা একেবারে অল্পের জন্য চতুর্থ স্থানে শেষ করেন মিক্সড স্কিটে মহেশ্বরী ও অনন্ত জিৎ এক পয়েন্টের জন্য ব্রোঞ্জ হাতছাড়া করেন বাংলার অঙ্কিতা ভকত ও ধীরাজের জুটি তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে চতুর্থ হন মনু ভাকেরের সামনে প্যারিসে পদকের হ্যাটট্রিক করার সুযোগ ছিল তবে দুই ব্রোঞ্জজয়ী তারকাকে মহিলাদের ২৫ মিটার পিস্তলে চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয় গতবারের পদকজয়ী মীরাবাঈ চানু মাত্র এক কেজির জন্য ভারোত্তোলনে চতুর্থ হন এছাড়া লভলিনা ও নিশান্ত দেব কোয়ার্টার ফাইনাল হেরে পদকজয়ের এক ধাপ আগে থামেন এইসব ছাড়াও বিনেশ ফোগতের জেতা পদক হাতছাড়া হওয়ার বেদনা তো আছেই