দেশে ফিরলেন সোনার মেয়ে মনু ভাকের প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়ে জিতেছেন জোড়া পদক ভারতীয় শ্যুটার দেশকে দিয়েছেন গর্বের মুহূর্ত বুধবার রাজধানীতে মনু ও তাঁর কোচ যশপাল রানাকে ঘিরে উৎসব বৃষ্টি উপেক্ষা করেই বিমানবন্দরে হাজির হয়েছিলেন কয়েকশো মানুষ ফুলে-মালায় বরণ করা হয় শ্যুটারকে মনুকে নিতে এসেছিলেন তাঁর বাবা ও মা প্যারিসে ২৫ মিটার পিস্তলে ফাইনালে উঠেও হারতে হয়েছিল এখন থেকেই লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স নিয়ে স্বপ্ন দেখা শুরু পরের অলিম্পিক্সে মনুকে ঘিরে পদক স্বপ্ন দেখা শুরু গোটা দেশের