পরপর ২ অলিম্পিক্সে হকিতে ভারতের পদক জয়ের নায়ক



প্যারিসে ব্রোঞ্জ জয়ের পরই আন্তর্জাতিক হকিকে বিদায় জানালেন পি আর শ্রীজেশ


কেরলের এর্নাকুলামের কৃষক পরিবারের সন্তান

ছোটবেলায় চেয়েছিলেন স্প্রিন্টার হতে


পরে লং জাম্প ও ভলিবলও খেলেন শ্রীজেশ



তবে স্কুলের হকি দলে গোলকিপার হিসাবে সুযোগ পাওয়ার পরই বদলে যায় কেরিয়ার



২০০৪ সালে ভারতের জুনিয়র হকি দলের হয়ে অভিষেক হয় শ্রীজেশের



২০০৬ সালে সিনিয়র দলের জার্সিতে অভিষেক শ্রীজেশের



টোকিও অলিম্পিক্সে শ্রীজেশের দাপটে ৪১ বছরের খরা কাটিয়ে পদক জেতে ভারত



প্যারিসেও ব্রোঞ্জ জিতে কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করলেন শ্রীজেশ (ছবি - পিটিআই)