একে অপরের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী ভারতের নীরজ চোপড়া ও পাকিস্তানের আর্শাদ নাদিম তবে ট্র্যাকের বাইরে দুই যুযুধানের বন্ধুত্বের সম্পর্ক টোকিও অলিম্পিক্সে আর্শাদকে হারিয়ে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ প্যারিসে নীরজকে হারিয়ে সোনা জিতলেন পাক তারকা আর্শাদ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের খানেওয়াল গ্রামের অভাবী পরিবারের ছেলে আর্শাদ প্রতিপক্ষকে নাকি জ্যাভলিন কিনে দিয়েছিলেন নীরজ? ঘটনা হচ্ছে, অর্থের অভাবে আধুনিক জ্যাভলিন কিনতে পারছিলেন না আর্শাদ সেটা জানতে পেরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নীরজ পাক সরকার ও প্রশাসনের কাছে আর্শাদকে সাহায্য করার আর্জি জানান নীরজ তারপরই আধুনিক জ্যাভলিন পান আর্শাদ, যিনি নিজের গুরু মনে করেন নীরজকে (ছবি - পিটিআই)