পদকের মহিমা, প্যারিসে ব্রোঞ্জ জিততেই ডাবল প্রমোশন স্বপ্নিলের ৫০ মিটার রাইফেলের ৩ পজিশনে ব্রোঞ্জ জিতেছেন স্বপ্নিল কুশালে এই ব্রোঞ্জ জয়ের পরেই ডাবল প্রমোশন পেলেন তিনি ২০১৫ সাল থেকে সেন্ট্রাল রেলওয়েতে টিটির ভূমিকায় চাকরিরত স্বপ্নিল ৯ বছরের চাকরিজীবনে একাধিকবার আবেদন করেও হাতে এসেছে হতাশা বারংবার তাঁর প্রমোশন আটকে গিয়েছে, তবে প্যারিসে পদকজয় বদলেছে পরিস্থিতি অফিসার অন স্পেশাল ডিউটি, স্পোর্টস সেলে প্রমোশন হল তাঁর অলিম্পিক্সের আগে প্রমোশনের জন্য যেতে বলা হলেও, প্রস্তুতি সারতে তা সম্ভব হয়নি তবে অলিম্পিক্সে সাফল্যের সঙ্গে সঙ্গেই তাঁর প্রমোশন হল স্বপ্নিলের প্রমোশনের খবর নিশ্চিত করেছেন সেন্ট্রাল রেলওয়ের চিফ পাবলিক রিলেশন অফিসার স্বপ্নিল নীলা