Image Source: Pexels, Pixabay

শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে গেলে কোনওরকম পানীয় বা জল গ্রহণ করা প্রয়োজন।

Image Source: Pexels, Pixabay

শুধু তেষ্টা মেটানো নয়, শরীরে এনার্জি বজায় রাখা এবং দিনভর কাজের ক্ষমতা রাখার জন্য হাইড্রেশন জরুরি।

Image Source: Pexels, Pixabay

শুধু পানীয় জলে তেষ্টা তো মেটে। তবে আরও কিছু পানীয় রয়েছে যেগুলি একই কাজ করে, তার সঙ্গেই করে হাইড্রেশনও।

Image Source: Pexels, Pixabay

লেবু-জল: গরমকালে অত্যন্ত পরিচিত পানীয়। এক গ্লাস জলে এক কোয়া লেবুর রস। তেষ্টাও মেটাবে। জোগাবে ভিটামিন সি-ও

Image Source: Pexels, Pixabay

দুধ: শরীরের হাইড্রেশন ঠিক রাখতে খুব প্রয়োজনীয়। একাধিক পুষ্টিগুণ থাকায় জল ধরে রাখতেও সাহায্য় করে।

ডাবের জল: একে প্রাকৃতিক স্যালাইনও বলা হয়। ক্যালোরি খুব কম এবং খনিজে ভরপুর। দ্রুত হাইড্রেট করে শরীরকে।

Image Source: Pexels, Pixabay

শশার রস: শসায় ৯০ শতাংশই জল। শরীরে জলের জোগান ঠিক রাখতে এর জুড়ি মেলা ভার। যে কোনও সবজির রসও হাইড্রেশন করায়।

Image Source: Pexels, Pixabay

ভেষজ চা: গ্রিন টি, হিবিসকাস টি থেকে শুরু করে একাধিক ধরনের চা রয়েছে। যা শরীরে জলের জোগান দিতে পারে।

Image Source: Pexels, Pixabay

একাধিক উপায় রয়েছে। যে কোনও একটি নির্ভর করেই শরীরকে হাইড্রেট করা উচিত।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।