তার আগে বেশ কিছু দিনে নজর না রাখলে সমস্যা হতে পারে। কোন কোন দিকে খেয়াল?
Image Source: PTI/Getty/Pexels
ব্যাঙ্কের কাজের জন্য জরুরি প্যান কার্ড। ৩১ মার্চের আগে প্যান-আধার লিঙ্ক করাতে হবে।
Image Source: PTI/Getty/Pexels
৩১ মার্চের আগে মিটিয়ে দিতে হবে অগ্রিম কর। না হলে বাকি অর্থের উপর সুদ বসবে
Image Source: PTI/Getty/Pexels
চলতি অর্থবর্ষে করছাড়ের সুবিধা পেতে ৩১ মার্চের আগেই বিনিয়োগ করে ফেলতে হবে।
Image Source: PTI/Getty/Pexels
Updated Return দাখিলের জন্যও সময় রয়েছে ৩১ মার্চ পর্যন্ত।
Image Source: PTI/Getty/Pexels
অনেকেই বছরের মাঝপথে নতুন চাকরিতে যোগ দেন। তাঁদের আগের অফিসের বেতন সংক্রান্ত তথ্য নতুন অফিসে Form 12B-এর মাধ্যমে জমা দিতে হবে।
Image Source: PTI/Getty/Pexels
দীর্ঘমেয়াদি মূলধনি লাভে করছাড় ছিল। কিন্ত এখন তার ঊর্ধ্বসীমা ১ লক্ষ টাকা। ৩১ মার্চের আগে লাভ ঘরে তুললে এবং সেটা ১ লক্ষের নীচে হলে করছাড়ের সুবিধা মিলতে পারে।
Image Source: PTI/Getty/Pexels
মিউচুয়াল ফান্ডে নমিনি সাবমিশন করতে হবে। ৩১ মার্চের আগে মিউচুয়াল ফান্ডে নমিনি সংক্রান্ত তথ্য জমা করতেই হবে।
Image Source: PTI/Getty/Pexels
PPF বা NPS অ্য়াকাউন্টে বছরে অন্তত ৫০০ টাকা জমা না দিলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়। ৩১ মার্চের আগে ওই টাকা জমা দিতে হবে।