Image Source: PTI/Getty/Pexels

৩১ মার্চ শেষ হয় আর্থিক বছর

Image Source: PTI/Getty/Pexels

তার আগে বেশ কিছু দিনে নজর না রাখলে সমস্যা হতে পারে। কোন কোন দিকে খেয়াল?

Image Source: PTI/Getty/Pexels

ব্যাঙ্কের কাজের জন্য জরুরি প্যান কার্ড। ৩১ মার্চের আগে প্যান-আধার লিঙ্ক করাতে হবে।

Image Source: PTI/Getty/Pexels

৩১ মার্চের আগে মিটিয়ে দিতে হবে অগ্রিম কর। না হলে বাকি অর্থের উপর সুদ বসবে

Image Source: PTI/Getty/Pexels

চলতি অর্থবর্ষে করছাড়ের সুবিধা পেতে ৩১ মার্চের আগেই বিনিয়োগ করে ফেলতে হবে।

Image Source: PTI/Getty/Pexels

Updated Return দাখিলের জন্যও সময় রয়েছে ৩১ মার্চ পর্যন্ত।

Image Source: PTI/Getty/Pexels

অনেকেই বছরের মাঝপথে নতুন চাকরিতে যোগ দেন। তাঁদের আগের অফিসের বেতন সংক্রান্ত তথ্য নতুন অফিসে Form 12B-এর মাধ্যমে জমা দিতে হবে।

Image Source: PTI/Getty/Pexels

দীর্ঘমেয়াদি মূলধনি লাভে করছাড় ছিল। কিন্ত এখন তার ঊর্ধ্বসীমা ১ লক্ষ টাকা। ৩১ মার্চের আগে লাভ ঘরে তুললে এবং সেটা ১ লক্ষের নীচে হলে করছাড়ের সুবিধা মিলতে পারে।

Image Source: PTI/Getty/Pexels

মিউচুয়াল ফান্ডে নমিনি সাবমিশন করতে হবে। ৩১ মার্চের আগে মিউচুয়াল ফান্ডে নমিনি সংক্রান্ত তথ্য জমা করতেই হবে।

Image Source: PTI/Getty/Pexels

PPF বা NPS অ্য়াকাউন্টে বছরে অন্তত ৫০০ টাকা জমা না দিলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়। ৩১ মার্চের আগে ওই টাকা জমা দিতে হবে।

Thanks for Reading. UP NEXT

সহজে লোন চাই? কোথায় নজর দেবেন?

View next story