আধার-প্যান লিঙ্কের (PAN-Aadhaar Linking)ক্ষেত্রে নতুন খবর। ৩১ মার্চের মধ্যে দুই কার্ড লিঙ্ক না করালে দিতে হবে জরিমানা।

সেই ক্ষেত্রে প্যান কার্ড নিষ্ক্রিয় হবে না আপনার। বিজ্ঞপ্তি বলছে, ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে অবশ্যই করতে হবে এই কাজ।

আধার-প্যান লিঙ্ক নিয়ে ফের বিজ্ঞপ্তি জারি করেছে Central Board of Direct Taxes(CBDT)।

বিজ্ঞপ্তিতে সংস্থা জানিয়েছে, ১ এপ্রিল, ২০২২ থেকে আধারের সঙ্গে PAN লিঙ্ক করাতে গেলেই দিতে হবে জরিমানা।

এই নির্দিষ্ট সময়ের পর দুই কার্ডের লিঙ্ক করাতে লাগবে ১০০০ টাকা জরিমানা।

নতুন বিজ্ঞপ্তিতে CBDTজানিয়েছে, করদাতারা যাতে সমস্যায় না পড়েন, তাই জরিমানা সহ প্যান-আধার লিঙ্কের ব্যবস্থা করা হয়েছে।

সেই ক্ষেত্রে আগামী ৩১ মার্চ ২০২৩ সালের মধ্যে প্যানের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে।

শোনা যাচ্ছিল, আজকের মধ্যে আধার-প্যানের সঙ্গে লিঙ্ক না করলে নিষ্ক্রিয় হয়ে যাবে PAN Card।

তবে ১ এপ্রিল, ২০২২ এর পরে জরিমানা দিয়ে লিঙ্ক করে নিতে হবে দুই কার্ড।