কাঁচা লঙ্কায় রয়েছে প্রচুর ডায়াটারি ফাইবার

নিয়াসিন, থিয়ামিন, রাইবোফ্লবিন, আয়রন, ফলেট, ম্যাঙ্গানিজ এবং ফসফরাস।

এছাড়াও রয়েছে ভিটামিন পটাশিয়াম, কপার

রোজ অন্তত একটা করে লঙ্কা পাতে রাখুন

ওজন কমাতে উপকারী কাঁচা লঙ্কা

এর মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট ও ক্যালোরির পরিমাণও কম

লঙ্কা খেলে পরিপাক প্রক্রিয়া বাড়ে

এতে দ্রুত ওজন কমে

ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী

রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে

কাঁচালঙ্কা মন ভাল রাখে

মস্তিষ্কে হরমোন নিঃসরণ উদ্দিপিত করে

ঠাণ্ডার সঙ্গে লড়তে সাহায্য করে কাঁচা লঙ্কা

ঠাণ্ডা লাগার ধাত ও সাইনাসের সমস্যা থেকে বাঁচায়

কাঁচালঙ্কা খাবার হজমে উপকারী

ঝাঁঝেই দূর হবে যাবতীয় রোগ

লঙ্কায় রয়েছে ভিটামিন সি ও বিটা ক্যারোটিন

চোখ, ত্বক সুস্থ রাখে

পুরুষদের প্রস্টেট ক্যানসারে ঝুঁকি কমায়

স্নায়ুরোগ নিরাময়েও কাজে লাগে এই উপাদান