গতকাল প্রয়াত হয়েছেন সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মা, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর

আজ সকাল থেকে তাঁর দেহ শায়িত ছিল তাঁর জুহুর বাড়িতে, সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন বিশিষ্ট ব্যক্তিত্বরা

এদিন দুপুরে পণ্ডিত শিবকুমার শর্মাকে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করতে দেখা যায় অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনকে

পরিবার সূত্রে জানা গিয়েছে, পণ্ডিত শিবকুমার শর্মা গত ৬ মাস ধরে কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন

পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার সঙ্গে মিলে ‘শিব-হরি’ নামে বিভিন্ন ছবির সঙ্গীত পরিচালনাও করেন পণ্ডিত শিবকুমার শর্মা

পণ্ডিত শিবকুমার শর্মা ১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জম্মুর একটি সম্ভ্রান্ত সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন

তাঁর বাবা উমা দত্ত শর্মা ছিলেন একজন প্রথিতযশা সংগীতশিল্পী

পাঁচ বছর বয়স থেকেই পণ্ডিত শিবকুমার শর্মা তাঁর বাবার কাছ থেকে সঙ্গীত ও তবলার প্রশিক্ষণ নেওয়া শুরু করেন

উমা দত্ত শর্মা সন্তুর নিয়ে অনেক গবেষণা করে সিদ্ধান্ত নেন ছেলেকে তিনি সন্তুর বাদক হিসেবে গড়ে তুলবেন

১৯৫৫ সালে তৎকালীন বম্বেতে পণ্ডিত শিবকুমার শর্মা জীবনে প্রথমবারের মতো জনসম্মুখে সন্তুর বাজান

Thanks for Reading. UP NEXT

সারাদিন ফোন ঘাঁটেন? কী ক্ষতি হচ্ছে জানেন?

View next story