পিৎজা কে না ভাল খায়? যদি স্বাদে এবার একটু ট্যুইস্ট আসে মন্দ কি! আজকের রেসিপি- পনির মাখানি পিৎজা খুব অল্প সময়েই বানানো যেতে পারে এই ডিশ নিয়ম একেবারেই পিৎজা বানানোর যে পদ্ধতি তাই ডিম ও ময়দা দিয়ে Dough বানান এটিকে রেস্ট করতে দিতে হবে এরপর বানিয়ে ফেলুন পনির মাখানি শেষে ক্রিম ছড়িয়ে মিশিয়ে নিন ময়দা বেলে নিন পিৎজার আকারে সময় এবার পিৎজা-পনিরের যুগলবন্দির কেটে রাখা পেঁয়াজ, টমেটো সাজিয়ে নিন পিৎজার মশলা-চিজ দিয়ে ওভেনে দিয়ে দিন ওভেন থেকে নামিয়ে ছড়িয়ে দিন চিজ চাইলে অলিভ অয়েলও ছড়িয়ে দিতে পারেন এবার সময় চেখে দেখার!