কালার্স বাংলার ধারাবাহিক 'রাম কৃষ্ণা'য় এবার নতুন ট্যুইস্ট। ভাগ্যের চাকা, পরিস্থিতি কোন দিকে নিয়ে যাবে নায়ক রামকে? কী হতে চলেছে তার জীবনে?
ভাগ্যের এমন এক মোড় যাকে হয়তো শুধু চমকপ্রদ হিসাবেই বর্ণনা করা যেতে পারে।
রাম, যে একজন নিবেদিত এবং ন্যায়পরায়ণ ব্যক্তি, নিজেকে এমন এক পরিস্থিতিতে আবিষ্কার করে যেখানে তাকে কর্তব্য এবং ভালবাসার সীমানায় পরীক্ষা দিতে হবে।
রামের বাবা, খুব গর্ব ও দায়িত্ববোধের সঙ্গে ছেলেকে জানায় যে তিনি বহু প্রতীক্ষিত মন্দির উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছেন। মন্দিরের উদ্বোধন হবে ২২ অগ্রহায়ণের পবিত্র তিথিতে।
এই মর্যাদাপূর্ণ কাজের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে রামের ওপর, যা কেবল তাদের পরিবারের পরম্পরাকে নির্ধারিত করে তাই নয়, সেই সঙ্গে গোটা গোষ্ঠীর প্রতি তাদের দায়িত্বও বটে।
কিন্তু বিধির বিধান! মন্দির উদ্বোধনের দায়িত্ব কাঁধে নেওয়ার পরই, কৃষ্ণা এসে রামকে খবর দেয় যে তাদের বিয়ের রেজিস্ট্রির তারিখও নির্ধারিত হয়েছে ওই একই দিনে।
নিয়তিই যেন রামের জীবনের দুই গুরুত্বপূর্ণ ঘটনাকে একসঙ্গে একবারে তার কাঁধে দিয়ে তার পরীক্ষা নিতে চাইছে।
এবার আসল সিদ্ধান্ত নির্ভর করছে রামের ওপর। যে সে নিজের বাবার প্রতি কর্তব্য পালন করবে নাকি কৃষ্ণার সঙ্গে ব্যক্তিগত জীবনের নতুন ধাপে এগিয়ে যাবে।
প্রসঙ্গত, কৃষ্ণার সঙ্গে রামের সম্পর্ক নতুন করে পরিচয় পাক, এটাই তার আদরের বৌদিমার শেষ ইচ্ছা।
এই আকর্ষণীয় ধারাবাহিকে রাম, ভদ্র, পরিবার-কেন্দ্রিক পুরুষ। অন্যদিকে কৃষ্ণা, একজন উচ্চাকাঙ্ক্ষী এবং প্রাণবন্ত যুবতী।