সাফল্যের এক বছর পার। কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন' পূর্ণ করল একটা গোটা বছর।
ABP Ananda

সাফল্যের এক বছর পার। কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন' পূর্ণ করল একটা গোটা বছর।



৭ নভেম্বর, ২০২২ সালে শুরু হয় এই ধারাবাহিকের পথচলা। ভিন্ন ধরনের দুই মানুষ, অগ্নি ও তুলসির পথচলার এক বছর পার।
ABP Ananda

৭ নভেম্বর, ২০২২ সালে শুরু হয় এই ধারাবাহিকের পথচলা। ভিন্ন ধরনের দুই মানুষ, অগ্নি ও তুলসির পথচলার এক বছর পার।



বিশেষ দিনকে আরও স্পেশাল করতে ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী, তুলসি, পরিবেশন করেন 'একক নৃত্য'। উদযাপনের মুড তৈরির জন্য যা ছিল একেবারে পারফেক্ট।
ABP Ananda

বিশেষ দিনকে আরও স্পেশাল করতে ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী, তুলসি, পরিবেশন করেন 'একক নৃত্য'। উদযাপনের মুড তৈরির জন্য যা ছিল একেবারে পারফেক্ট।



এরপর ছিল গোটা ৩৬৫ দিনের সফরের একটি ভিজ্যুয়াল ঝলক। কেক কেটে হল সেলিব্রেশন।
ABP Ananda

এরপর ছিল গোটা ৩৬৫ দিনের সফরের একটি ভিজ্যুয়াল ঝলক। কেক কেটে হল সেলিব্রেশন।



ABP Ananda

দুই ভিন্ন সমাজ থেকে আসা নারী ও পুরুষের গল্প বলে এটি। অগ্নি, বড়লোক বাড়ির ছেলে, যার কাছে কোনটা ঠিক কোনটা ভুল, তার কোনও ধারণা নেই।



ABP Ananda

ঠিক একেবারে উল্টো হচ্ছে তুলসির চরিত্র। সে ছোট থেকেই যা ঠিক সে তার পক্ষেই দাঁড়ায়, যতই বাধা আসুক না কেন।



ABP Ananda

কলেজে এসে একে অপরের মুখোমুখি হয় তুলসি ও অগ্নি। স্বাভাবিকভাবেই তারা একেবারে উল্টো সমাজ থেকে আসার ফলে, তৈরি হয় দ্বন্দ্ব।



ABP Ananda

ধারাবাহিকেও এখন উৎসবের আমেজ। এগিয়ে আসছে দুর্গা পুজো। সেই আবহে নতুন ষড়যন্ত্র জট বাঁধছে রায় বর্মন বাড়িতে।



ABP Ananda

তুলসি বুঝতে পারে যে এক বিশাল ফন্দির শিকার সে যখন পরমা তাকে দুর্গা প্রতিমা বিশাল কাঠামোর পিছনে বেঁধে দেয়। কী রয়েছে তুলসির কপালে?



ABP Ananda

দুষ্ট ও শিষ্টের মধ্যে লড়াই আরও বাড়তে থাকে এবং 'ফেরারি মন' ধারাবাহিকে একের পর এক আকর্ষণীয় ট্যুইস্ট আসতে চলেছে। তারপর?