নিজ বাসভবনে'রাম-জ্যোতি'  জ্বালালেন মোদি।
ABP Ananda

নিজ বাসভবনে'রাম-জ্যোতি' জ্বালালেন মোদি।

নিজ বাসভবনে'রাম-জ্যোতি' জ্বালালেন মোদি।

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করেন মোদি।
ABP Ananda

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করেন মোদি।

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করেন মোদি।

অযোধ্যা থেকে ফিরেই সেই ছবি ভাগ করে নেন।
ABP Ananda

অযোধ্যা থেকে ফিরেই সেই ছবি ভাগ করে নেন।

অযোধ্যা থেকে ফিরেই সেই ছবি ভাগ করে নেন।

রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ABP Ananda

রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ABP Ananda

রাম-জ্যোতি জ্বালানোর আর্জি রাখেন প্রধানমন্ত্রী।

রাম-জ্যোতি জ্বালানোর আর্জি রাখেন প্রধানমন্ত্রী।

ABP Ananda

ঘরে ঘরে ৫টি করে প্রদীপ জ্বালানোর আর্জি মোদির।

ঘরে ঘরে ৫টি করে প্রদীপ জ্বালানোর আর্জি মোদির।

ABP Ananda

এতেই এখানে অকাল দীপাবলির পরিস্থিতি তৈরি হয়।

এতেই এখানে অকাল দীপাবলির পরিস্থিতি তৈরি হয়।

ABP Ananda

বাড়ির মহিলারাও প্রদীপ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন।

বাড়ির মহিলারাও প্রদীপ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন।

ABP Ananda

এদিন মোদি বলেন, 'রাম ভারতের বিচার।'

এদিন মোদি বলেন, 'রাম ভারতের বিচার।'

ABP Ananda

'বহু অপেক্ষার পর রাম এলেন আমাদের মাঝে', বার্তা মোদির।

'বহু অপেক্ষার পর রাম এলেন আমাদের মাঝে', বার্তা মোদির।