একাধিক পুষ্টিগুণে ভরপুর ডালিম, বেদানা, পাতে রাখলে মিলবে একাধিক উপকার
হৃদযন্ত্র এবং মস্তিষ্কের পুষ্টির জন্য় জরুরি এই ফল
ডালিমের শাঁস ও বীজ দুটিই পুষ্টিকর। ক্যালোরির মাত্রা কম
ফাইবার, ভিটামিন থেকে প্রয়োজনীয় খনিজ-সবই মেলে
রোগ প্রতিরোধ শক্তির জন্য দরকার অ্যান্টিঅক্সিড্যান্ট, যা ডালিমে রয়েছে
প্রদাহ বা inflamation দূরে রাখে ডালিমের রস
ডালিমে পলিফেনিক যৌগ রয়েছে, যা হৃদযন্ত্রের জন্য ভাল
Image Source: ছবি: Pexel/Pixabay
হৃদযন্ত্র এবং ধমনীর প্রদাহ নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন