ব্যাঙ্কের থেকে বেশি সুদ পাওয়া যায় এখানে। ভাল রিটার্নের সঙ্গে পাবেন সুরক্ষিত আর্থিক ভবিষ্যৎ।
আপনি এখন পোস্ট অফিস সেভিংস স্কিমে বিনিয়োগ করে আরও ভাল সুদে পেতে পারেন। কারণ সরকার এখন সুদের হার উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে।
কিষাণ বিকাশ পত্র (KVP) স্কিমে, কেন্দ্রীয় সরকার এই স্কিমের মেয়াদপূর্তির সময়কাল ও সুদ উভয়ই পরিবর্তন করেছে।
আগে যেখানে এই স্কিমের মেয়াদ ছিল ১২৪ মাস, এখন তা কমিয়ে ১২৩ মাসে করা হয়েছে। সুদের হারও পরিবর্তিত হয়েছে এখন ৬.৯ শতাংশ থেকে বেড়ে ৭ শতাংশ হয়েছে।
পোস্ট অফিস মাসিক আয় স্কিম (MIS) এখন ৬.৭ শতাংশ সুদ পাচ্ছেন, যা আগে ৬.৬ শতাংশ ছিল। এটি ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে।
সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) ও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)-এর সুদের হারে কোনও পরিবর্তন হয়নি৷
পোস্ট অফিসে ২ বছরের স্থায়ী আমানতের (FDs) সুদ ২০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। এখন সুদের হার হয়েছে ৫.৭ শতাংশ। আগে তারা ৫ .৫ শতাংশ সুদ পেতেন।
পোস্ট অফিস ৩-বছরের ফিক্সড ডিপোজিট (FD) ৩০ বেসিস পয়েন্ট বেড়েছে। এতে সুদ ৫ .৫ শতাংশ থেকে বেড়ে ৫.৮ শতাংশ হয়েছে।