লেবু রস ও আলু ছেঁচে তার রস মিশিয়ে মুখের লাগান। পুজোর আগে ট্যানিং তুলতে অব্যর্থ। তাই একটা আলু গ্রেট করে এক চা চামচ ওটস দিন, তারপর মুখে ঘষে নিন। চোখের নিচে কালো দাগ দূর করতে আলুতে থাকা উপাদান প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে । ১ টেবিল চামচ টমেটোর রসের সঙ্গে আলুর রসের মিশ্রণ লাগিয়ে ১৫ মিনিট রাখুন। আলুর রস করে নিন। মধু মিশিয়ে চোখের নিচে লাগান। দাগ দূর করতে আলুর রস টোনারের মতো মুখে লাগিয়ে, কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন। আলুর পেস্ট মধু মিশিয়ে মুখে লাগান। বলিরেখা দূর করার জন্য অব্যর্থ। আলুর রস, অ্যালোভেরা জেল, মধু মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। সবমিলিয়ে রূপচর্চায় আলুর উপকারিতার শেষ নেই।