চুলে রং করা থাকলে যত কম ধোবেন তত ভাল। সপ্তাহে দু-তিনবার ঠিক আছে। তবে এমনিতে ড্রাই শ্যাম্পু ব্যবহার করলেই ভাল।



শ্যাম্পু বাদ দিয়ে সোজা কন্ডিশনার ব্যবহার করুন চুলে। তাতে চুল হবে নরম, উজ্জ্বল।



রঙিন চুলের জন্য পাওয়া যায় 'কালার প্রটেক্টিভ' শ্যাম্পু। সঠিক ধরনের চুলের জন্য, রং ধরে রাখার মতো শ্যাম্পু ব্যবহার করতে পারেন।



চুলে রং করালে তা বেশ ভঙ্গুর হয়ে যায়। ফলে তাতে রং বেরিয়ে যায়, এবং বিবর্ণ হয়ে যায়। তাই চুল হাইড্রেটেড রাখতে কন্ডিশনার ব্যবহার প্রয়োজন।



চুলে 'হিট প্রোটেকশন' স্প্রে ব্যবহার করতে পারেন যা তাপ থেকে রক্ষা করবে বিশেষত সন্ধ্যায় যখন চুল তাপ ছাড়ে।



সপ্তাহে দুবার করে ৫ থেকে ১০ মিনিটের জন্য 'হেয়ার মাস্ক' ব্যবহার করুন। ভঙ্গুর চুল মজবুত হবে।



ব্লো ড্রাই, স্ট্রেটনিং বা কার্লিং টংসের থেকে দূরে থাকাই ভাল। এতে চুল তো নষ্ট হয়ই, সেই সঙ্গে রঙের ঔজ্জ্বল্যও চলে যায়। হাওয়ায় চুল শুকিয়ে নিন।



চুলের রং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে ফিল্টার স্প্রে ব্যবহার করতে পারেন। বিশেষত সূর্যে বের হওয়ার আগে বা চড়া আলোয় যাওয়ার আগে।



জলে থাকা ক্লোরিন চুলের রঙের সঙ্গে মিশে অন্য রং এনে দেয়। এছাড়া বিবর্ণও করে দেয় তাড়াতাড়ি। তাই সাঁতারে যাওয়ার আগে চুলে কন্ডিশনার লাগিয়ে নিন।



তৈলাক্ত মাছ যেমন স্যামন, ম্যাকারেল বা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেলে চুলের পুষ্টি অন্দর থেকেও আসে।